জিজ্ঞাসা–১০৫৩: আসসালামুআলাইকুম, আমার মায়ের ২১ ক্যারেট স্বর্ন আছে আড়াই ভরি, ব্যাংকে আছে ২৯৪০০০ টাকা, আর বর্তমানে মাসিক হিসেবে ডিপিএসে জমা হয়েছে ১৬২০০০ টাকা। আমার মায়ের যাকাতের পরিমান কত আসবে? উত্তর টা ভিষণ প্রয়োজন। জাজাকাল্লাহু খায়রান।–Abdur Rahman
জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته
সোনার দাম, নগদ টাকা এবং ডিপিএসের টাকাসহ আরো অন্য কোনো যাকাতযগ্য সম্পদ থাকলে সব এক সঙ্গে যোগ করবেন। তারপর যাকাত দিবেন চল্লিশ ভাগের এক ভাগ।
বিস্তারিত জানার জন্য পড়তে পারেন- যাকাত কিভাবে আদায় করবেন?
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী