জিজ্ঞাসা–১২৬১: স্বামীর পায়ে ধরে সালাম করা যাবে?–হুমায়রা।
জবাব: ইসলামে সালাম দেওয়ার একটাই পদ্ধতি। সেটা হচ্ছে মুখে সালাম দেওয়া। কেননা, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, السَّلَامُ قَبْلَ الْكَلَامِ সবধরণের কথার আগে সালামের ব্যবহার হবে। (তিরমিযি ২৬৯৯)
অন্য বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, لا تأذنوا لمن لا يبدأ بالسلام যে ব্যক্তি সালাম দিয়ে কথা শুরু করে না, তোমরা তাকে কথা বলার অনুমতি দিয়ো না। (মুসনাদ আবু ইয়া’লা ১৮০৯)
ইসলামে পা ধরে বা অন্য কোনো উপায়ে সালাম দেওয়ার কোনো বিধান নেই। পা ধরে সালাম দেওয়া ইসলামি পদ্ধতি নয়। ইসলাম এই সালাম আমাদের শিক্ষা দেয় নি। এটা স্বামী, শ্বশুর, শাশুড়ি কিংবা বাবা-মা কারো জন্যই জায়েজ নেই। সবাইকে মুখেই সালাম দেওয়ার নিয়ম ইসলাম জায়েয করেছে।
والله اعلم بالصواب