জিজ্ঞাসা-০৯: একটা মহিলা বিয়ে করছে তার প্রথম ঘরে একটা মেয়ে হয়েছে, তারপর তাদের মধ্য ছাড়াছাড়ি হয়ে গেছে। সে দ্বীতিয় বার আবার বিয়ে করেছে। এখন দ্বীতিয় স্বামীর ছোট ভাইয়ের সাথে তার প্রথম স্বামীর ঘরের মেয়ের সাথে বিয়ে হয়েছে। কিন্তু সে জানতো না যে, সে তার সৎ বাবার ভাই ছিল।বিয়ে হওয়ার পরে জেনেছে। তো এখন কি এই বিয়েটা কি বৈধ নাকি বৈধ নয়? দয়া করে আমার উওর টা দিলে ভাল হত।–Muslim Nari
জবাব: হ্যাঁ, ঐ মেয়ের জন্য মায়ের স্বামীর (সৎ বাবার) ভাইকে বিয়ে করা বৈধ হয়েছে। কেননা সে মাহরামের অন্তর্ভুক্ত নয়। -রদ্দুল মুহতার ৩/৩১; ফাতাওয়া তাতারখানিয়া ৪/৪৯
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী