জিজ্ঞাসা–১২৩০: অতিরিক্ত যৌন উত্তেজনার কারণে মাঝে মাঝে আমার এরকম অবস্থা হয় যেন এখনই বীর্যপাত হয়ে যাবে। তখন বুক ধড়ফড় করতে থাকে। এমতাবস্থায় আমি লিঙ্গে হাত লাগাই না এবং কোন কুচিন্তাও করি না। এভাবে বীর্যপাত হলেও কি তা হস্তমৈথুন হবে?–হাসান।
জবাব: কোনো প্রকার ঘর্ষণ-মর্দন কিংবা কুচিন্তা ছাড়া উত্তেজনা সৃষ্টি হলে এবং এর কারণে বীর্যপাত হয়ে গেলে তা হস্তমৈথুনের অন্তর্ভুক্ত হয় না। তবে এর কারণে গোসল ফরজ হয়। কেননা, আল্লাহ তাআলা বলেন,
وَإِن كُنتُمْ جُنُبًا فَاطَّهَّرُواْ
তোমরা জুনুবি হও তবে (গোসল করে) সারা দেহ পবিত্র করে নাও। (সূরা মায়েদাহ ৬)
আর জুনুবি বলা হয়, ওই ব্যক্তিকে যার বীর্য সবেগে ও উত্তেজনার সঙ্গে বের হয়েছে। যেমন, আল্লাহ তাআলা বলেন,
فَلْيَنظُرِ الْإِنسَانُ مِمَّ خُلِقَ خُلِقَ مِن مَّاءٍ دَافِقٍ
অতএব, মানুষের দেখা উচিত কি বস্তু থেকে সে সৃজিত হয়েছে, সে সৃজিত হয়েছে সবেগে স্খলিত পানি থেকে। (সূরা আত্ব-তারিক্ব ৫, ৬)
রাসূলুল্লাহ ﷺ আলী রাযি.-কে বলেছিলেন,
فَإِذَا فَضَخْتَ الْمَاءَ فَاغْتَسِلْ
যদি উত্তেজনা বশতঃ বীর্য নির্গত হয় তবে গোসল করবে। (আবুদাউদ ২০৬) অন্যথায় নয়।
শায়েখ উমায়ের কোব্বাদী