হারাম সম্পদ সওয়াবের নিয়ত ছাড়া পুত্রবধুকে দান করা যাবে কি?

জিজ্ঞাসা–৩৬৯: আমার এক আত্মীয়ার হালাল হারাম মিশ্রিত কিছু সম্পদ আছে। এখন তিনি এই সম্পদ সওয়াবের নিয়ত ছাড়া তার ছেলের বউকে দিয়ে দিতে পারবেন কিনা? উল্লেখ্য তার ছেলের বউয়ের নেসাব পরিমান কোন মাল নেই এবং তাদের টানা পোড়েনের সংসার।–মোঃ শিমুল মিয়া, বীর ধানাটা, জামালপুর।

জবাব: আলোচ্য ক্ষেত্রে ছেলের বউ যেহেতু গরিব, সেহেতু  উক্ত সম্পদ সওয়াবের নিয়ত ছাড়া তাকে দেয়া যাবে। কারণ এখানে নিষিদ্ধতার কিছু নেই। তবে ইসলামি চিন্তাবিদগণের সম্মিলিত মত হলো: এজাতীয় সম্পদ সওয়াবের নিয়ত ছাড়া জনকল্যাণকর কাজে ব্যয় করা উত্তম। (রদ্দুল মুহতার ২/৩৪৬)

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × two =