জিজ্ঞাসা–২৬৬: জান্নাতি হুরদের শের জানতে চাই, আরবিসহ। যে শের শুনে জান্নাতিদের ৫০হাজার বছর কেটে যাবে। sabbir
জবাব: প্রশ্নকারী ভাই, এ মর্মে হাদিসে যা এসেছে তা নিম্নরূপ-
عَنْ عَلِيٍّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ فِي الجَنَّةِ لَمُجْتَمَعًا لِلْحُورِ العِينِ يُرَفِّعْنَ بِأَصْوَاتٍ لَمْ يَسْمَعِ الخَلَائِقُ مِثْلَهَا»، قَالَ: ” يَقُلْنَ: نَحْنُ الخَالِدَاتُ فَلَا نَبِيدُ، وَنَحْنُ النَّاعِمَاتُ فَلَا نَبْأَسُ، وَنَحْنُ الرَّاضِيَاتُ فَلَا نَسْخَطُ، طُوبَى لِمَنْ كَانَ لَنَا وَكُنَّا لَهُ
অর্থাৎ, আলী রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেন, জান্নাতের মধ্যে হুরদের একটি সমষ্টি থাকবে, যারা এমন মধুর সুরে সঙ্গীত গাবে, আল্লাহর কোন সৃষ্টি এত সুন্দর কণ্ঠের সঙ্গীত আর কোনো দিন শোনে নি। তারা এ বলে গাইবে-
نَحْنُ الخَالِدَاتُ فَلَا نَبِيدُ++ وَنَحْنُ النَّاعِمَاتُ فَلَا نَبْأَسُ
وَنَحْنُ الرَّاضِيَاتُ فَلَا نَسْخَطُ++طُوبَى لِمَنْ كَانَ لَنَا وَكُنَّا لَهُ
‘আমরা চিরস্থায়ী, কোন দিন খতম হবো না, আমরা চিরসুখী, কোনদিন দুঃখী হবো না। আমরা চিরসন্তুষ্ট, কোন দিন অসন্তুষ্ট হবো না, সুসংবাদ, আমরা যাদের জন্য এবং যারা আমাদের জন্য। (তিরমিযী, ২৫৬৪)
উল্লেখ্য, ৫০ হাজার বছর কেটে যাবে, এই মর্মে কোন হাদিস আমি পাই নি।
শায়েখ উমায়ের কোব্বাদী