জিজ্ঞাসা-১৩:আমার প্রশ্নঃ কোরআনের আইন সম্বন্ধে আনেক পোষ্ট দেখি, আমার প্রশ্ন হল, কোরআন এর আইন বলতে কি বুঝায়? দয়া করে বুঝাবেন।–Md Farid
জবাব :সমাজের সকল নাগরিকের অধিকারকে সুশৃংখলভাবে সংরক্ষণ করার জন্য প্রয়োজন একটি পরিপূর্ণ আইনীব্যবস্থা ও বিধানের। এ ব্যবস্থা না হলে মানুষের সামষ্টিক জীবন খুবই দুষ্কর হয়ে পড়ে। কেননা একটা কল্যাণমুখী ন্যায়সঙ্গত আইনীব্যবস্থা ছাড়া মানুষের পক্ষে সুস্থ স্বাভাবিক নাগরিক-জীবন যাপন করা কোনমতেই সম্ভবপর নয়। আর কোরআন হলো মানবজাতির জন্য তাদেরই স্রষ্টার পক্ষ থেকে নাযিলকৃত ঐ কিতাব যেখানে তাদের সকল প্রয়োজনের সুষ্ঠু, সুষম, ন্যায়সঙ্গত ও পূর্ণাঙ্গ সমাধান রয়েছে।এজন্যই আল্লাহ তা’আলা বলেনঃ إِنِ الْحُكْمُ إِلاَّ لِلّهِ “আইন একমাত্র আল্লাহরই।”–সূরা ইউসুফঃ ৪০, ৬৭ তিনি আরো বলেনঃ أَفَحُكْمَ الْجَاهِلِيَّةِ يَبْغُونَ وَمَنْ أَحْسَنُ مِنَ اللّهِ حُكْماً لِّقَوْمٍ يُوقِنُونَ. “তারা কি জাহেলিয়াতের আইন চায়? বিশ্বাসীগণের জন্য আল্লাহর চেয়ে উত্তম হুকুম দাতা আর কে হতে পারে?”–সূরা আল মায়েদাহঃ ৫০) আল্লাহর রাসূল (সা.)বলেনঃ “আল্লাহই হলেন আইনদাতা, আর তাঁর নিকট থেকেই আইন নিতে হবে”–আবু দাউদ৪৯৫৫, নাসায়ী ৮/২২৬
সুতরাং কোরআনের আইন মানে মানবজাতির সামষ্টিক বিশেষত কল্যাণময় নাগরিক-জীবন যাপনের জন্য তাদেরই স্রষ্টার পক্ষ থেকে নাযিলকৃত পরিপূর্ণ আইনীব্যবস্থা ও বিধান। এটাকে ‘শরীয়া আইন’ও বলা হয়। আল্লাহ তা‘আলা বলেন-﴿ لِكُلّٖ جَعَلۡنَا مِنكُمۡ شِرۡعَةٗ وَمِنۡهَاجٗاۚ ﴾ [المائدة: ٤٨] ‘‘তোমাদের প্রত্যেকের জন্য শরীয়াহ ও জীবন-পদ্ধতি নির্ধারণ করেছি।’’–সূরা আল-মায়িদাহ : ৪৮
শায়েখ উমায়ের কোব্বাদী