জিজ্ঞাসা–১৪১৭: পুর্ব-পশ্চিম দিকে মুখ করে অর্থাৎ শয়ন করে কি সহবাস করা যাবে? –রায়হান।
জবাব: কিবলার দিকে মুখ করে কিংবা কিবলার দিক পেছনে রেখে স্ত্রী-সহবাস করা নিষেধ নয়, তবে আদব পরিপন্থী বিধায় উচিত নয়। (আল আদব ফিদদীন ৫৫)
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী