জিজ্ঞাসা–৩৪৩: আসসালামু আলাইকুম। ইদ্দতকালীন সময়ে মহিলার মা/বাবা বা রিলেটিভ কেউ মারা গেলে যেতে পারবেন?–নাম প্রকাশে অনিচ্ছুক।
জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته
আল্লাহ তাআলা ইরশাদ করেছেন,
وَ الَّذِیْنَ یُتَوَفَّوْنَ مِنْكُمْ وَ یَذَرُوْنَ اَزْوَاجًا یَّتَرَبَّصْنَ بِاَنْفُسِهِنَّ اَرْبَعَةَ اَشْهُرٍ وَّ عَشْرًا
তোমাদের মধ্যে যারা মারা যায় ও স্ত্রী রেখে যায় তাদের সে স্ত্রীগণ নিজেদেরকে চার মাস দশ দিন প্রতীক্ষায় রাখবে। (সূরা বাকারা: ২৩৪)
একটি দীর্ঘ হাদীসে এসেছে যে, এক মহিলার স্বামী ইন্তেকাল করলে সে রাসূলুল্লাহ ﷺ-এর নিকট নিজের পিত্রালয়ে চলে যাওয়ার অনুমতি চায়। তখন রাসূলুল্লাহ ﷺ তাকে বললেন,امْكُثِي فِي بَيْتِكِ حَتَّى يَبْلُغَ الكِتَابُ أَجَلَهُ তুমি ইদ্দত শেষ হওয়া পর্যন্ত তোমার (স্বামীর) ঘরেই অবস্থান কর। (জামে তিরমিযী: ১২০৪)
উক্ত আয়াত ও হাদিস থেকে বোঝা যায়, ইদ্দত অবস্থায় চার মাস দশ দিন শরয়ী ওজর ছাড়া সফর করা নিষিদ্ধ। তদ্রূপ একাধিক স্থানে রাত্রি যাপনও নিষিদ্ধ।
অবশ্য কোনো মানবিক প্রয়োজনে দিনের বেলা বাইরে যাওয়ার অবকাশ আছে। সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে ইদ্দত পালনকারী মহিলার বাবা-মা কিংবা একান্ত আপন কেউ মারা গেলে দিনের বেলা বাইরে যেতে পারবেন। তবে এক্ষেত্রে প্রয়োজন শেষ হওয়ার পর আবার বাড়িতে ফিরে আসা জরুরি। আর দিনে কোনো বিশেষ ওজরে বের হলেও রাতে অবশ্যই নিজ গৃহেই অবস্থান করার সর্বোচ্চ চেষ্টা করতে হবে।