জিজ্ঞাসা–৪৫৮: বাথরুমে অনেক সময় দেখা যায় কমেটের নোংরা জায়গায় মশা বসে পরর্বতীতে বাথরুমে গেলে মশা শরীরে বসে অথবা গোসলে গেলে পাক কাপড়ে ঐ মশাগুলো বসে তাহলে আমার কি শরীর এবং কাপড় নাপাক হয়ে যাবে ? –জালাল আহমদ
জবাব: শরীর বা কাপড় নাপাক হওয়ার পরিমাণ এক দিরহাম। অর্থাৎ, নাপাকি পরিমাণে এক দিরহাম বা তার বেশি হলে শরীর বা কাপড় নাপাক হয়। অন্যথায় নাপাক হয় না।
عن علي وبن مسعود أنهما قدرا النجاسة بالدرهم وكفى بهما حجة في الاقتداء
হযরত আলী রাযি. এবং ইবনে মাসউদ রাযি. নাপাক হওয়ার পরিমাণ নির্দিষ্ট করেছেন এক দিরহাম। আর মানার জন্য দলিল হিসাবে এই দু’জনই যথেষ্ট। (উমদাতুল কারী ৩/১৪০)
বলা বাহুল্য, মশার গায়ে নাপাকি লাগলেও এই পরিমাণ লাগেনা। সুতরাং আপনার শরীর বা কাপড় নাপাক হবে না।
والله اعلم بالصواب
ভাইজান, একদিরহাম কতটুকু যদি একটু বুঝিয়ে বলতেন।
হাতের তালু সোজা করে পানি নিলে যতটুকু পানি তালুতে আটকে যায়- পানির ততটুকু আয়তনকে এক দেরহাম ধরা হয়।