জিজ্ঞাসা–৪৮৭: আসসালামু আলাইকুম। আমার প্রশ্নটি হল-“গোসল ফরয এমন অবস্থায় বা পোশাক নাপাক এমন অবস্থায় কোন কাজ করার সময় যদি ঘাম দ্বারা নাপক জায়গা ভিজে যায় এবং সেখান থেকে ঘাম পাক বস্তুতে পরে তবে তা কী নাপাক হবে? অনুগ্রহ করে উত্তরটি দিবেন। ধন্যবাদ।–মাহ্দী
জবাব: وعليكم السلام ورحمة الله
মানুষের ঘাম পাক। তবে তার সাথে নাপাক বস্তুর মিশ্রণ ঘটলে নাপাক হয়ে যায়। এই ঘাম কোন পাক জিনিসের সাথে লাগলে তাও নাপাক হয়ে যাবে। সুতরাং যতটুকুতে লেগেছে, ততটুকু ধুয়ে ফেলতে হবে। (কিতাবুন নাওয়াযিল ৩/১৫৩)
والله اعلم بالصواب