জিজ্ঞাসা–৫০৫: আসসালামু আলাইকুম, হুজুর আমি জানি ইসলামে জন্মদিন পালন করার কোন বিধান নাই, কিন্তু যদি কোন ঘনিষ্ঠ আত্মীয় জন্মদিনের দাওয়াত দেয় যেখানে গেলে কেক কাটতে হবে উইশ করতে হবে উপহার নিতে হবে, যেগুলো আমি পছন্দ করিনা, তাদেরকে আমি বুঝেয়েছি কিন্তু তারা মানতে নারাজ, তারা আমার স্ত্রী পক্ষের আত্মীয়, তাদের ম্যানেজ করার উপায় কি? জানালে কৃতজ্ঞ থাকব।–মোঃ রকিবুল হাসান
জবাব: وعليكم السلام ورحمة الله
প্রিয় প্রশ্নকারী দীনি ভাই, প্রশ্নটির উত্তর ‘আলহামদুলিল্লাহ’ ইতিপূর্বে দেয়া হয়েছে। জানার জন্য পড়ুন–জিজ্ঞাসা নং–৪৬৭