রাসূল ﷺ-এর পিতা-মাতা জান্নাতী নাকি জাহান্নামী?

জিজ্ঞাসা–৫০৭: মুহতারম, আমি আজ “আল হাদিস” নামক একটি অ্যাপে সহিহ মুসলিম শরিফের ইমান অধ্যায়ের একট হাদিস পড়লাম, হাদিসটি এমন – আনাস (রাঃ) থেকে বর্ণিতঃজনৈক ব্যক্তি রসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে জিজ্ঞেস করল, হে আল্লাহর রসূল। আমার পিতা কোথায় আছেন ( জান্নাতে না জাহান্নামে)? রসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, জাহান্নামে। বর্ণনাকারী বলেন, লোকটি যখন চলে যেতে লাগল, তিনি ডাকলেন এবং বললেন, আমার পিতা এবং তোমার পিতাঠাকুর জাহান্নামে। (ই.ফা. ৩৯৪; ই.সে. ৪০৭)এখন আমার প্রশ্ন, এই হাদিসটি কি সঠিক? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পিতা-মাতা জান্নাতী নাকি জাহান্নামী?–শাহাদাত হোসাইন

জবাব: প্রিয় প্রশ্নকারী দীনি ভাই, প্রশ্নটির উত্তর ‘আলহামদুলিল্লাহ’ ইতিপূর্বে দেয়া হয়েছে। জানার জন্য পড়ুন–জিজ্ঞাসা নং–৪১২

১ টি মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 2 =