হোম লোন সম্পর্কে একটি প্রশ্ন

জিজ্ঞাসা–৫৫১: আমি যে প্রতিষ্ঠানে জব করি ঐ প্রতিষ্ঠান আমাকে বাড়ি করার জন্য জায়গা বা ফ্ল্যাট ক্রয় করার জন্য এডভান্স হিসেবে টাকা দিবে। টাকা দেওয়ার পদ্ধতিটি হ্ছে ।1। যে জায়গা কিনব তার দলীল বন্ধক রাখলে এবং অফিস কতক পরিদশন করে জমি বাড়ি করার উপযোগী হলে 1ম কিসতির টাকা পাওয়া যাবে।2। অতপর কনষ্ট্রাকশন/বাড়ির কাজ করে ভাউচার জমা দিলে অফিস কতক পরিদশন করার পর যথাযথ ভাবে খরচ করলে খরচকৃত পরিমান টাকা দিবে। কিন্তু প্রশ্ন হলো আমাকে যে টাকা দেওয়া হবে তা আমার বেতন থেকে আমার চাকুরীর শেষ সময় পযন্ত কেটে নেওয়া হবে এবং তাতে যদি পরিশোধ না হয় তাহলে পিএফ থেকে কেটে নিবে এবং এর উপর 5% হারে লাভ্যাংশ ধরা হবে। এরকম পদ্ধতিতে লোন নিয়ে আমি জায়গা বা ফ্ল্যাট কিনলে ইসলাম সম্মত হবে কি না?– ফরহাদ আহমদ।

জবাব: প্রশ্নোক্ত সূরতে যে অতিরিক্ত ৫% আপনাকে ঋণের বিপরীতে পরিশোধ করতে হবে তা সুদ হচ্ছে।  অথচ কোরআন, সুন্নাহ ও ইজমার মাধ্যমে সুদের কারবার হারাম হওয়া প্রমাণিত।হাদিসে এসেছে-

لَعَنَ رَسُولُ اللهِ آكل الربا وموكله وكاتبه وشاهديه، وقال : هم سواء.

আল্লাহর রাসূল সুদখোর, সুদদাতা, সুদের লেখক এবং তার উপর সাক্ষীদ্বয়কে অভিশাপ করেছেন, আর বলেছেন, ওরা সকলেই সমান। (মুসনাদে আহমাদ ৩৮০৯)

والله أعلم بالصواب
উত্তর দিয়েছেন

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 19 =