নাপাক কাপড় তিন বারের বেশি ধোয়া…

জিজ্ঞাসা–৬০৯: assalamualaikum,Napak kapor 3 bar er besi kholani dile ki kono somosa ache?– Nazmul Khan

জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته

তিন বারের কথা বলা হয়, যাতে সন্দেহ না থাকে। অন্যথায় নাপাকি দূর করাটাই হচ্ছে মূল শর্ত। সুতরাং আপনি যখন কাপড় ধোবেন, তখন এমনভাবে ধোবেন যাতে করে নাপাকির কোনো ধরনের চিহ্ন না থাকে। চিহ্ন যদি না থাকে তাহলে এক বার ধোয়া দ্বারাও কাপড় পাক হয়ে যাবে। আর চিহ্ন যদি থাকে তাহলে তিনবার ধুলেও কিন্তু আপনার কাপড় পাক হবে না। কারণ, আপনার লক্ষ্য অর্জিত হয় নি, তাই সেটাকে আবার ধুতে হবে।

বিস্তারিত জানার জন্য দেখুন–জিজ্ঞাসা নং–২৯০।

অতএব, প্রয়োজন ছাড়া তিন বারের বেশি ধোয়া উচিত হবে না। তবে প্রয়োজন হলে তিনের বেশিও করা যাবে। এক্ষেত্রে সংখ্যাটি বেজোড় হওয়া উত্তম। আর পানি ব্যবহারের ক্ষেত্রে যতটুকু প্রয়োজন ততটুকু খরচ করবেন।

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
মাওলানা উমায়ের কোব্বাদী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 4 =