জিজ্ঞাসা–৯১১: বর্তমান অবস্থার সাথে মিলে চলতে গিয়ে ঘুষ দিয়ে চাকুরী নেওয়া যাবে? ঘুষ দেওয়া ছাড়া চাকুরী হচ্ছে না, ঘুষ দিয়ে চাকুরী নেওয়াও হারাম। এমতাবস্থায় আমি কি ঘুষ দিয়ে চাকুরী নিতে পারব?–শেখ মোহাম্মদ আব্দুল্লাহ আল হাসান।
জবাব: ঘুষ দেওয়া-নেওয়া হারাম। কেননা হাদীসে এসেছে,
لَعَنَ رَسُولُ اللَّهِ -ﷺ- الرَّاشِىَ وَالْمُرْتَشِىَ
‘রাসূলুল্লাহ ﷺ ঘুষদাতা ও ঘুষগ্রহণকারী উভয়কে অভিসম্পাত করেছেন।’ (আবু দাউদ ৩৫৮২)
তাই ঘুষ দিয়ে চাকরি নেওয়া জায়েয হবে না। এতে একদিকে ঘুষ প্রদানের কবীরা গুনাহ হয়, অন্যদিকে ঘুষদাতা অযোগ্য হলে অন্য চাকরিপ্রার্থীর হক নষ্ট করারও গুনাহ হয়।
অবশ্য কেউ যদি প্রকৃতপক্ষে চাকরির যোগ্য হয় এবং ঘুষ প্রদান হারাম হওয়া সত্তে¡ও ঘুষ দিয়ে চাকরি নেয় আর পরবর্তীতে সে যথাযথভাবে দায়িত্ব আঞ্জাম দেয় তাহলে এভাবে চাকরি নেওয়া নাজায়েয হলেও বেতন হালাল হয়ে যাবে। কিন্তু যদি সে তার কর্মক্ষেত্রের অযোগ্য হয় এবং যথাযথভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হয় তাহলে তার জন্য ঐ চাকরিতে থাকা বৈধ হবে না। আর ঠিকমত দায়িত্ব পালন না করে বেতন নেওয়াও বৈধ হবে না। (তিরমিযী ১৩৩৭)
শায়েখ উমায়ের কোব্বাদী