জিজ্ঞাসা–৯৫২: বিড়াল পোষা কি যায়েয?–ali mohammad
জবাব: বিড়াল পালা বৈধ। হাদিস শরিফে আছে, আবু হুরাইরা রাযি. থেকে বর্ণিত, রাসুলুল্লাহ ﷺ বলেছেন,
জনৈক মহিলাকে একটি বিড়ালের কারণে আজাব দেওয়া হয়। সে বিড়ালটিকে বন্দি করে রাখে, এ অবস্থায় সেটি মারা যায়। সে এটিকে বন্দি করে রেখে পানাহার করায় নি এবং তাকে ছেড়েও দেয় নি, যাতে সে (নিজে) জমিনের পোকা-মাকড় খেতে পারে। ‘ (সহিহ বুখারি ৩৪৮২)
এ হাদিসের ব্যাখ্যায় হাফেজ ইবনে হাজার রহ. বলেন, কুরতুবি রহ. বলেছেন,
এ হাদিস থেকে বিড়াল পালা ও বিড়ালকে বেধে রাখা জায়েজ বলে প্রমাণিত হয়, যদি তাকে খানাপিনা দেওয়ার ব্যাপারে ত্রুটি না করা হয়। (ফাতহুল বারি ৬/৪১২)
এ ছাড়া আরো কিছু হাদিস রয়েছে, যা থেকে বিড়াল পালা জায়েজ প্রমাণিত হয়।
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী
প্রশ্নের জবাব কতদিন এর মধ্যে দেয়া হয়?আর প্রশ্নের জবাব দেয়া হয়েছে সেটা জানব কিভাবে?কিভাবে খুঁজব?
আমাদের সাইটের ‘অনুসন্ধান’-এ খুঁজুন। আর নতুন প্রশ্নের উত্তর পেতে হলে ইমেইল দিয়ে সাইটটি সাবস্ক্রাইব করে রাখুুন। আর দোয়া করবেন, যেন উত্তর দ্রুত দিতে পারি।