বুকের লোম ফেলে দেয়া যাবে কি?

জিজ্ঞাসা–১৩৭৪: আসসালামুআলাই কুম, আমার প্রশ্ন হলো, আমার বুকের লোম আনেক বেশি। প্রতিদিন ১৫ থেকে ২০ টা লোম এমনিতে উঠে যায়। এর পর ও কমে না। মানে আরো বাড়ে। প্রতিদিন লোম উঠে আমার থাকার জায়গা এবং বিভিন্ন জায়গায় প্রবলেম হয়। এখন আমি চাচ্ছি, এগুলো ফেলে দিতে! ইসলামে কী বলে? ফেলে দিতে পারবো? –মোঃ সফিকুর রহমান।

জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته

বুকের লোম কাটা বা ফেলে দেয়া হারাম নয় তবে উত্তমও নয়। সুতরাং বেশি অসুবিধা হলে ফেলে দিতে পারেন।

وفي حلق شعر الصدر والظهر ترك الأدب (رد المحتار، كتاب الحظر والاباحة، فصل فى البيع-9/583)

অর্থাৎ,বুক ও পিঠের লোম ছাঁচা শিষ্টাচার পরিপন্থী। (রদ্দুল মুহতার ৯/৫৮৩)

والله اعلم بالصواب

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − twelve =