জিজ্ঞাসা–১৩৮৩: ফরজ গোসল, অজু করতে আমার অনেক পানি খরচ হয়। ফরজ গোসলের জন্য কত টুকু পানি প্রয়োজন? বিস্তারিত জানাবেন দয়া করে।–সাইফুল ইসলাম।
জবাব: অজু ও গোসলে প্রয়োজনের অতিরিক্ত পানি ব্যবহার করা নিষেধ। রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
يُجزِيءُ من الوضوءِ مُدٌّ ، و من الغسلِ صاعٌ
অজুতে এক মুদ্দ এবং গোসলে এক সা পানি যথেষ্ট। (ইবনু মাজাহ ২৭০)
উল্লেখ্য, এক সা মানে ০৩ কিলো ১৪৯ গ্রাম বা ২৮০ মিলিগ্রাম। এক মুদ্দ মানে ৭৮৭ গ্রাম বা ৩২ মিলিগ্রাম।
বিস্তারিত পড়ুন জিজ্ঞাসা নং–১৩৪১।
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী