জিজ্ঞাসা–১০৫: শায়েখ! আপনাকে দেখি, সুন্নাত নামাজ পড়ার সময় একটু সামনে এগিয় দাঁড়ান। এটা কেন করেন?–[email protected]
জবাব: এটা আমি ইচ্ছাকৃতভাবে করি। কেননা, ইমাম যদি মসজিদের ভেতরই সুন্নত বা নফল পড়তে চান, তাহলে ফরয নামাযের জায়গা থেকে ডানে বা বামে সরে সুন্নত পড়া উত্তম। আবদুল্লাহ ইবনে আমর রাযি. থেকে বর্ণিত আছে, ইমাম যে স্থানে ফরয পড়েছে সেখানেই তার জন্য (সুন্নত-নফল) নামায পড়াকে তিনি অপছন্দ করতেন। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদীস ৬০৭৮)
আশপাশে জায়গা থাকলে মুসল্লিদের জন্যও সামান্য আগ-পিছ করে দাঁড়ানো উত্তম। তবে ফরযের জায়গায় দাঁড়িয়ে সুন্নত পড়লেও কোনো গুনাহ হবে না।
মাশায়েখ বলেছেন, এতে লাভের একটি দিক হল এই যে, জমিনের একটু বেশি অংশ নামাজীর নামাজের বিশেষত সেজদার সাক্ষী হয়ে যায়।
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী
আরো পড়ুন