জিজ্ঞাসা–১৩৯১: নামাযে ২য় রাকাতের বৈঠকে তাশাহুদ পড়ার পর ভুল করে দুরুদ শরীফ পড়ে ফেললে কী হবে?–নাম প্রকাশে অনিচ্ছুক।
জবাব: চার রাকাত বা তিন প্রথমরাকাতবিশিষ্ট নামাজে প্রথম বৈঠকে তাশাহহুদ পড়ার পর দাঁড়াতে তিন তাসবিহ পরিমাণ সময় ভুলে দেরি করলে বা দুরুদ ও দোয়া মাছুরা পড়ে ফেললে সাহু সেজদা করতে হবে। (আলমুহীতুল বুরহানী ২/৩১৩; শরহুল মুনইয়াহ ৪৬০)
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী