জিজ্ঞাসা–১৩৯৯: স্বপ্নদোষ হলে বিছানার যে স্থানে নাপাকি লাগবে সে স্থানটুকু কি একদম চুবিয়ে ধুতে হবে নাকি অন্য কোন নিয়ম আছে?–সাদমান।
জবাব: বিছানার যে স্থানে নাপাকি লেগেছে ততটুকু ধুয়ে ফেলা আবশ্যক। পুরা বিছানা ধোয়া আবশ্যক নয়। কেননা, রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
إِنَّمَا كَانَ يُجْزِئُكَ إِنْ رَأَيْتَهُ أَنْ تَغْسِلَ مَكَانَهُ
তোমার জন্য এতটুকুই যথেষ্ট যে, যেখানে বীর্য (নাপাকি) দেখবে সে জায়গাটুকু ধুয়ে ফেলবে। (মুসলিম ৪৬৭)
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী