জিজ্ঞাসা–১৪২৮: মযি বের হলে রোজা কি থাকবে?–asikuzzaman
জবাব: মযী বের হওয়া রোজা ভঙ্গের কারণ নয়। হাদিস শরিফে এসেছে,
عَنْ عَامِرٍ، فِي الصَّائِمِ يُلَاعِبُ امْرَأَتَهُ حَتَّى يُمْذِيَ، أَوْ يُودِيَ، قَالَ: لَا يُوجِبُ عَلَيْهِ الْقَضَاءَ إِلَّا مَا أَوْجَبَ عَلَيْهِ الْغُسْلَ
আমের রহ. থেকে বর্ণিত, তিনি ঐ রোজাদার সম্পর্কে বলেন যার তার স্ত্রীর সাথে জড়াজড়ি করার কারণে মযী বের হয়েছে, তার রোজা কাযা করা লাগবে না। তবে যদি গোসল আবশ্যককারী কোনো কিছু বের না হয়। (মুসান্নাফে ইবনে আবী শায়বা ৯৪৮১)
والله أعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী