ব্যাঙের বিষ্ঠা ও পেশাব পাক না নাপাক?

জিজ্ঞাসা–১৫৪৪: ব্যাঙের বিষ্ঠা ও পেশাব পাক না নাপাক? জানালে উপকৃত হব।–এনামুল হক।

জবাব: ডাঙায় বসবাসকারী ব্যাঙের বিষ্ঠা ও পেশাব নাপাক। তাই এগুলোর পেশাবপায়খানা লাগলে ঐ স্থান নাপাক হয়ে যাবে এবং ধুয়ে পবিত্র করে নিতে হবে। তবে পানিতে বসবাসকারী ব্যাঙের পেশাব নাপাক নয়। তাই তা লাগলে নাপাক হবে না। (ইমদাদুল ফাতাওয়া ১/৭৫) 

والله أعلم بالصواب

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × two =