তারাবীহ নামাজ কি সারা বছর পড়া যাবে?

জিজ্ঞাসা–১৫৪৫: তারাবীহ’র নামাজ কি সারা বছর পড়া যাবে?–নিরব আলী।

জবাব: তারাবীহ নামাজ সারা বছর পড়ার সুযোগ নেই। কেননা, এটি রমজানের নামাজ। হাদিস শরিফে এসেছে, রাসূলুল্লাহ বলেছেন,

جعل الله تَعَالَى صِيَامَهُ فَرِيضَةً وَقِيَامَ لَيْلِهِ تَطَوُّعًا

এ মাসে সিয়াম পালন করা আল্লাহ ফরজ করেছেন এবং এ মাসের রাতে কিয়াম (তারাবীহ নামাজ) করা অতিরিক্ত করেছেন। ( ইবনু খুযায়মাহ্ ১৮৮৭, শু‘আবূল ঈমান ৩৩৩৬)

والله أعلم بالصواب

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 7 =