জিজ্ঞাসা–১০১০: জনাব মুফতি সাহেব, কোম্পানি নিজেদের প্রচারের জন্য দোকানে মাল দিয়ে থাকে এবং বলে যে, মাল বিক্রি করে টাকা দিবেন। অনেক সময় কিছু দিন পর মাল বিক্রি না হলেও টাকা নিয়ে যায়। জানার বিষয় হল, এটা জায়েয আছে কিনা?–মোহাম্মদ আলী।
জবাব: প্রিয় দ্বীনি ভাই, উক্ত পদ্ধতিতে হালাল মাল বিক্রি করা জায়েয। কেননা, আল্লাহ তাআলা বলেন,
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ لاَ تَأْكُلُواْ أَمْوَالَكُمْ بَيْنَكُمْ بِالْبَاطِلِ إِلاَّ أَن تَكُونَ تِجَارَةً عَن تَرَاضٍ مِّنكُمْ
‘হে ঈমানদারগণ! তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। কেবলমাত্র তোমাদের পরস্পরের সম্মতিক্রমে যে ব্যবসা করা হয় তা বৈধ।’ (সূরা নিসা২৯)
হাদিস শরিফে এসেছে, রাসূল ﷺ এক ইহুদির কাছ থেকে বাকিতে কিছু খাবার খরিদ করেছিলেন এবং বিনিময়ে তার একটি লৌহবর্ম সেই ইহুদির কাছে বন্ধক রেখেছিলেন।’ (সহিহ বুখারি ১/২৭৭)
আরো পড়ুন- ক্রয়-বিক্রয়ের নামে অভিনব সুদ
والله أعلم بالصواب
উত্তর দিয়েছেন