রোজা অবস্থায় স্যালাইন গ্রহণ করলে রোজা ভাঙ্গবে কি?

জিজ্ঞাসা–১০১১: রোজা অবস্থায় স্যালাইন নিলে রোজা ভাঙ্গবে কি?–আব্দুর রহমান।

জবাব: রোজা অবস্থায়ও স্যালাইন ব্যবহার করা যাবে। কারণ, স্যালাইন নেয়া হয় রগে। আর রগের মাধ্যমে কোন কিছু দেহে প্রবেশ করলে রোজা ভাঙবে না। তাই রোজা রেখেও রগের মাধ্যমে স্যালাইন দেয়া যাবে। এতে রোজার কোন অসুবিধা হবে না। তবে, রোজাজনিত দূর্বলতা রোধ করার জন্য স্যালাইন ব্যবহার করা যাবে না। এমনটি করা মাকরুহ। বরং রোজাজনিত দুর্বলতার উপর ধৈর্যধারণ করতে হবে। (ফতওয়ায়ে শামী ৩/৩৬৬, ফতওয়ায়ে উসমানী ২/১৮১, ইমদাদুল আহকাম ৩/১৩৩, আহসানুল ফতওয়া ৪/৪৩২, ইমদাদুল মুফতিয়ীন ৪১১, আপ কে মাসায়িল আওর উনকা হাল্ল ৩/২৮৫)

আরো পড়ুন- রোজা ও যাকাত সম্পর্কে জরুরি কিছু ফাইল

والله أعلم بالصواب

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + 1 =