প্রথম বৈঠকে তাশাহহুদের পর দুরূদ এবং তৃতীয় রাকাতে ফাতিহার পর বিসমিল্লাহ পড়ে ফেললে কী করণীয়?

জিজ্ঞাসা– ১৩৬ : আসসালামু আলাইকুম। শায়েখ, আমার প্রশ্ন হলো- চার রাকাতবিশিষ্ট ফরজ নামাজে যদি প্রথম বৈঠকে তাশাহুদের পরে দুরুদ পড়ে ফেলি তাহলে সাহু সিজদা লাগবে কিনা? এবং তৃতীয় রাকায়াতে সূরা ফাতিহার পরে যদি বিসমিল্লাহ পড়ে ফেলি, তাহলে সাহু সিজদা করা লাগবে কিনা?  Altaf Hosain

জবাব: ওয়ালাইকুমুস্সালাম।

চার রাকাত বা তিন রাকাতবিশিষ্ট নামাজে প্রথম বৈঠকে তাশাহহুদ পড়ার পর দাঁড়াতে তিন তাসবিহ পরিমাণ সময় ভুলে দেরি করলে বা দুরুদ ও দোয়া মাছুরা পড়ে ফেললে সাহু সেজদা করতে হবে। (আলমুহীতুল বুরহানী ২/৩১৩; শরহুল মুনইয়াহ ৪৬০)

ফরয নামাযে তৃতীয়-চতুর্থ রাকাতে সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলানো হয় না, কিন্তু কেউ যদি ভুলবশতঃ অন্য সূরা মিলিয়ে ফেলে বা অন্য সূরা মিলানোর উদ্দেশ্য বিসমিল্লাহ পড়ে তাহলে এতে সাহু সেজদা ওয়াজিব হয় না। (আলমগীরী ১/১২৬, আপ কে মাসায়েল ৪/৫৯)

والله اعلم بالصواب

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 12 =