সম্পদ মালিকের পূর্ণ অধিকারে না থাকলে যাকাত আসবে কি?

জিজ্ঞাসা–১০১৬: হজরত, এক ব্যক্তি উত্তরাধিকারসূত্রে চার লাখ টাকার মালিক হয়। চার বছর পর উক্ত টাকা তার হাতে আসে। এখন আমার প্রশ্ন হল, বিগত বছরগুলোর যাকাত দিতে হবে কিনা?–ইদ্রিস আলী।

জবাব: না, বিগত ছরগুলোর যাকাত দিতে হবে না। কেননা, যাসম্পদের উপর যাকাত ওয়াজিব হওয়ার জন্য সম্পদের মালিকানা সুনির্দিষ্ট হওয়া আবশ্যক। অর্থাৎ সম্পদ মালিকের অধিকারে থাকা, সম্পদের উপর অন্যের অধিকার বা মালিকানা না থাকা এবং নিজের ইচ্ছামতো সম্পদ ভোগ ও ব্যবহার করার পূর্ণ অধিকার থাকা। যেসকল সম্পদের মালিকানা সুসস্পষ্ট নয়, সে সকল সম্পদের কোনো যাকাত নেই। (ফাতহুল কাদীর ২/১৬৪ ফাতাওয়া হিন্দিয়া ১/২৩৩)

আল্লাহ তাআলা বলেছেন,

خُذْ مِنْ أَمْوَالِهِمْ صَدَقَةً تُطَهِّرُهُمْ وَتُزَكِّيهِم بِهَ

‘তাদের মালামাল থেকে যাকাত গ্রহণ কর যাতে তুমি সেগুলোকে পবিত্র করতে এবং সেগুলোকে বরকতময় করতে পার এর মাধ্যমে।’ (সূরা তাওবা ১০৩)

والله اعلم بالصواب

উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × one =