জিজ্ঞাসা–১০১৭: প্রভিডেন্ট ফান্ডের টাকা আমাদের কাছে থাকে না আর আমাদের চাকরি থাকা অবস্থায় এর থেকে টাকা ¨তুলতেও পারি না। তাহলে, provident fund এর উপর যাকাত দিতে হবে কিনা? আর যদি ১০ বছর পরে পায়, তাহলেও কি বিগত বছরের কোন যাকাত আদায় করতে হবে?–Md. Abdul Kadir
জবাব: প্রভিডেন্ট ফান্ডে কর্তনকৃত টাকা দু’ ধরণের হয়।
১. ঐচ্ছিক কর্তনকৃত।
২.বাধ্যতামূলকভাবে কর্তনকৃত।
যদি ঐচ্ছিক প্রভিডেন্ট ফান্ডের কর্তনকৃত টাকা হয় তাহলে হিসাব করে যাকাত দিতে হবে। আর যদি বাধ্যতামূলকভাবে কর্তনকৃত প্রভিডেন্ট ফান্ডের টাকা হয় তাহলে হস্তগত হওয়ার পূর্বে যাকাত নেই। (ফাতাওয়ায়ে উসমানী ২/৫০)
والله أعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
আরো পড়ুন
- যাকাত সঠিকভাবে আদায় করে ট্যাক্স ফাঁকি দিলে গুনাহ হবে কি?
- সুদী ব্যাংক থেকে শিক্ষাবৃত্তি গ্রহণ করা যাবে কি?
- তিন ভরি স্বর্ণের যাকাত দিতে হবে কি?
- ব্যাংক থেকে প্রাপ্ত মুনাফার টাকা কি বোনেকে দেয়া যাবে?
- স্বর্ণ, নগদ অর্থ এবং ডিপিএসের যাকাত
- মোহরের টাকা যাকাতের হিসাব থেকে বাদ যাবে কি?
- কেউ রূপার ভিত্তিতে নয়; বরং সোনার ভিত্তিতে যাকাত আদায় করলে গুনাহ হবে কি?
- শুধু ০৬ ভরি সোনা আছে, তাহলে যাকাত দিতে হবে কি?
- সম্পদ মালিকের পূর্ণ অধিকারে না থাকলে যাকাত আসবে কি?
- রূপার নিসাব পরিমাণ অর্থ থাকলে যাকাত দিতে হবে কি?
- যাকাতের টাকা মসজিদ মাদরাসার নির্মাণ কাজে ব্যয় করা যাবে কি?
- যাকাত ও ট্যাক্সের মধ্যে পার্থক্য
- দোকানের এডভান্সের টাকার জাকাত দিতে হবে কি?
- কাউকে যাকাত সর্বোচ্চ কত দেয়া যাবে?
- ছেলের বউকে যাকাত দেয়া যাবে কি?
- একাউন্টে যে টাকা থাকে তার যাকাত কিভাবে হিসাব করবে?
- নগদ টাকা নেই, জমি আছে তবে যাকাত দিতে হবে কি?
- যাকাত দিলে আয়কর দিতে হবে কিনা?
- যাকাতের টাকা দিয়ে মসজিদের কার্পেট ক্রয় করা এবং في سبيل الله-এর সঠিক ব্যাখ্যা