জিজ্ঞাসা–১০৬৭: হাদিয়াস্বরূপ টাকা পাঠানো যাবে কি?–rdif
জবাব: যদি পার্থিব ও ধর্মীয় কোন ক্ষতি না থাকে তাহলে একে অপরকে হাদিয়া হিসেবে টাকা পাঠানো নিষেধ নয়। রাসুলুল্লাহ ﷺ বলেছেন,
تَهَادَوْا فَإِنَّ الْهَدِيَّةَ تُذْهِبُ وَغَرَ الصَّدْرِ
তোমরা পরস্পরে হাদিয়া বিনিময় করো। এর দ্বারা অন্তরের সঙ্কীর্ণতা ও হিংসা-বিদ্বেষ দূর হয়ে যায়। (মুসনাদে আহমদ ৯২৫০)
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী