ওই ব্যক্তির তাওবা যে চাচাতো ভাই ও ভাগিনার সঙ্গে অনৈতিক কাজ করেছে…

জিজ্ঞাসা–১০৯৩: আসসালামুয়ালাইকুম, আমার বয়স ৩০ বছর, অবিবাহিত। আমি বালেগ অবস্থায় কিছু গুনাহর কাজে জড়িয়ে পড়ি। তখন আমি এগুলা বুঝি নি যে, আমার গুনাহ হচ্ছে। আমি আমার চাচাতো ভাই ও বোনের ছেলেকে বলি, তুমি কি আমাকে কিস করবে, এরপর তারা আমাকে কিস করে। আমিও তাদেরকে শাহওয়াতের সাথে কিস করি এবং আমি হস্তমৈথুন করি। অনেক বার এইভাবে আমি গুনাহ করেছি। এখন আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি এবং অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে তওবা করে সব গুনাহ থেকে ফিরে এসেছি। এখন আমি সাধ্যমতো দ্বীন মানার চেষ্টা করছি। এখন আমি কি কোন নেককার, সৎ মহিলাকে বিবাহ করতে পারবো? আমি সূরা নূর এর ৩নং আয়াত এর অর্থ পড়েছি। পড়ার পর থেকে আমার ভিতরে শুধু ওয়াসওয়াসা আসে যে, আমি পবিত্র, নেক মহিলাকে বিবাহ করলে আমার জিনার গুনাহ হবে। এখন সূরা নূর এর ৩নং আয়াত কি আমাকে নিষেধ করে সৎ, পবিত্র মহিলাকে বিবাহ করতে? আমি কি সৎ পবিত্র মহিলাকে বিবাহ করতে পারবো।? দয়া করে দ্রুত উত্তর দিলে উপকৃত হবো। আমি খুবই ডিপ্রেশনে আছি, এসব বিষয় নিয়ে।–ইচ্ছাকৃতভাবে নাম ঠিকানা প্রকাশ করা হয় নি।

জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته
প্রিয় প্রশ্নকারী ভাই, কোরআন সুন্নাহয় কোথাও এটা বলা হয় নি যে, কারো পক্ষ থেকে উক্ত নৈতিক অপরাধ সংঘটিত হয়ে যাওয়ার পর যদি সে লজ্জিত হয়ে আন্তরিকতার সঙ্গে তওবা করে, তাহলে সতী-সাধ্বী স্ত্রী পাবে না। বরং অন্যত্র বলা হয়েছে, যদি ব্যভিচারী সত্যিকার অর্থে দৃঢ়চিত্তে তাওবা করে, তাহলে আল্লাহ তাআলা তার তাওবা কবুল করেন এবং তাকে ক্ষমা করে দেন। ব্যভিচারীর পরকালীন শাস্তির ওয়াদার কথা উল্লেখের পর আল্লাহ তাআলা বলেন,
তবে যে তাওবা করে ঈমান আনে এবং সৎকর্ম করে। পরিণামে আল্লাহ তাদের পাপগুলোকে পুণ্য দ্বারা পরিবর্তন করে দেবেন। আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু।(সূরা আল ফুরকান ৭০)
সুতরাং আল্লাহর কাছে অনুতপ্ত ও লজ্জিত হোন এবং তাওবা করেছেন; এটা বুঝানোর জন্য অধিকহারে ইস্তেফার করুন। ভবিষ্যতে আর এপাপকর্মে লিপ্ত হবেন না বলে দৃঢ় সংকল্প করুন। এই কাজে পুনরায় জড়িয়ে পড়া থেকে পরিপূর্ণ সতর্ক থাকুন। নেক কাজের প্রতি মনোযোগী হোন এবং তাওবা করার সময় আল্লাহ তাআলার রহমতের আশা রাখুন। মনে রাখবেন, আমাদের গুনাহর চাইতে তাঁর রহমতের সংখ্যা আরো বেশি। আমরা যে পরিমাণে গুনাহ করতে পারি, তিনি এর চাইতে বেশি মাফ করতে পারেন। আল্লাহ তাআলা তো বলেছেন,

قُلْ يَاعِبَادِي الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنْفُسِهِمْ لا تَقْنَطُوا مِنْ رَحْمَةِ اللَّهِ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ

বলুন, হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর যুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয় আল্লাহ সমস্ত গোনাহ মাফ করেন। তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। ।(সূরা যুমার ৫৩)

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × four =