জিজ্ঞাসা–১১৬৮: আমার স্ত্রী কি নাইটি পরে ঘুমাতে পারবে?–নাম প্রকাশে অনিচ্ছুক।
জবাব: একাকী কিংবা স্বামীর সঙ্গে বাসা-বাড়িতে থাকাকালে নাইটি পরিধান করা নিষেধ নয়। হাশিয়াতুত দাসুকী (২/২১৫)-তে আছে,
وَحَلَّ لَهُمَا ، أَيْ لِكُلٍّ مِنْ الزَّوْجَيْنِ … نَظَرُ كُلِّ جُزْءٍ مِنْ جَسَدِ صَاحِبِهِ
‘স্বামী-স্ত্রীর জন্য জায়েয একে অপরের সমস্ত দেহের দিকে তাকানো।’
তবে নাইটি পরিধান করে পরপুরুষের সামনে যাওয়া হারাম। আর অন্য নারী কিংবা মাহরামের সামনে যাওয়ার আগে লক্ষ্য রাখতে হবে যে, যেন সতরের সীমা লঙ্ঘন না হয়; বরং যেন সতর সম্পূর্ণ আবৃত থাকে। মাহরাম এবং অন্য নারীর সামনে সতরের সীমা হল, মাথা, চুল, গর্দান, কান, হাত, পা, টাখনু, চেহারা, গর্দান সংশ্লিষ্ট সিনার উপরের অংশ ছাড়া বাকি পূর্ণ শরীর সতর। (রাদ্দুল মুহতার ৯/৫২৭, ৫২৮)
আল্লাহ তাআলা বলেন,
وَلا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلا لِبُعُولَتِهِنَّ أَوْ آبَائِهِنَّ أَوْ آبَاءِ بُعُولَتِهِنَّ أَوْ أَبْنَائِهِنَّ أَوْ أَبْنَاءِ بُعُولَتِهِنَّ أَوْ إِخْوَانِهِنَّ أَوْ بَنِي إِخْوَانِهِنَّ أَوْ بَنِي أَخَوَاتِهِنَّ أَوْ نِسَائِهِنَّ
তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, ভ্রাতা, ভ্রাতুষ্পুত্র, ভগ্নিপুত্র, স্ত্রীলোক, অধিকারভুক্ত বাঁদি, যৌনকামনামুক্ত পুরুষ ও নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ বালক ব্যতীত কারো আছে তাদের সৌন্দর্য প্রকাশ না করে। (সূরা নূর ৩১)
শায়েখ উমায়ের কোব্বাদী