মেয়েরা নাইটি পরিধান করে নামাজ পড়তে পারবে কি?

জিজ্ঞাসা–১১৬৬: আমার স্ত্রী নাইটি পরিধান করে নামাজ পড়তে পারবে কি–নাম প্রকাশে অনিচ্ছুক।

জবাব: মেয়েরা নামাজে শুধু মুখমণ্ডল, হাতের কব্জি ও পায়ের পাতা খোলা রাখতে পারবে। এছাড়া আর কোনো অংশ যদি নামাজের সময় বেরিয়ে যায় তাহলে নামাজ সহিহ হয় না। সুতরাং নাইটি যদি এমন হয় যে, এটি পরিধানের পর শরীরের উক্ত তিন অংশ ছাড়া অন্য কোনো অংশের আকৃতি ফুটে উঠে, তাহলে এধরণের নাইটি নামাজে পরিধান করা জায়েয হবে না।

আয়েশা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেছেন,

لاَ يَقْبَلُ اللَّهُ صَلاَةَ حَائِضٍ إِلاَّ بِخِمَارٍ

প্রাপ্ত বয়সী মহিলারা ওড়না ছাড়া নামায আদায় করলে তা আল্লাহর নিকটে কবুল হবে না। (সুনান আবু দাউদ ৬৪১)

উল্লেখ্য, নামাজে কেবল সতর আবৃত করতেই নির্দেশ দেওয়া হয় নি, বরং নামাজে  সাজসজ্জার পোশাকও পরিধান করতে বলা হয়েছে। যেমন, আল্লাহ তাআলা বলেন,

يَا بَنِي آدَمَ خُذُواْ زِينَتَكُمْ عِندَ كُلِّ مَسْجِدٍ

হে বনী-আদম! তোমরা প্রত্যেক নামাযের সময় সাজসজ্জা পরিধান করে নাও। (সূরা আ’রাফ ৩১)

সুতরাং যে ধরণের পোশাক পরিধান করে সাধারণ লোকের সামনে যাওয়া লজ্জাজনক মনে করা হয়, তা নামাজে পরিধান করা মাকরূহ।

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 1 =