জিজ্ঞাসা–১১৭০:আমার প্রতিবেশীর মেয়ের বিয়ে ঠিক হয়েছে এমন এক ছেলের সাথে যাকে আমি জানি। তার চরিত্র খুবই খারাপ। আমি তার চরিত্রের কথা আমার প্রতিবেশীকে জানালে কি তা গীবত হবে?–Shakhawat
জবাব:
এক. যদি যদি উক্ত ছেলের চরিত্রের ব্যাপারে উক্ত মেয়ের অভিবাবক আপনাকে জিজ্ঞেস না করে তাহলে আপনি তা অন্যের কাছে প্রকাশের ব্যাপারে দায়িত্বশীল নন। বরং মুসলিমদের দোষ-ত্রুটি গোপন রাখা জরুরী এবং বিনা প্রয়োজনে তা প্রচার করা নিষেধ। কেননা, রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
مَنْ سَتَرَ مُسْلِمًا سَتَرَهُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ
যে দুনিয়াতে কোনো বান্দার দোষ গোপন রাখে, আল্লাহ তা‘আলা কিয়ামতের দিন তার দোষ গোপন রাখবেন। (বুখারী ২২৪২)
দুই. আর যদি উক্ত ছেলের চরিত্রের ব্যাপারে উক্ত মেয়ের অভিবাবক আপনাকে জিজ্ঞেস করে তাহলে লক্ষ করে দেখবেন যে, ছেলেটির মাঝে উক্ত চরিত্র এখনো আছে কিনা? যদি না থাকে তাহলে তার উক্ত দোষ প্রকাশ না করাটাই আপনার জন্য উত্তম হবে। পক্ষান্তরে যদি উক্ত চরিত্র এখনও থাকে তাহলে আপনার জন্য ওয়াজিব হল, মেয়েটির অভিবাবককে সতর্ক করা। কেননা, রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
إِذَا اسْتَنْصَحَ أَحَدُكُمْ أَخَاهُ فَلْيَنْصَحْهُ
যখন তোমাদের কেউ তার ভাইয়ের সাহায্য কামনা করে তখন সে যেন তার উপকার করে। (আহমাদ ১৪৯০৮)
তিনি আরো বলেছেন,
الدِّينُ النَّصِيحَةُ
কল্যাণ কামনা করাই ধর্ম। (মুসলিম ৫৫)
তবে এক্ষেত্রে তার উক্ত দোষের কথা সরাসরি না বলে এমন শব্দ বা বাক্য ব্যবহার করবেন, যা তার উক্ত দোষের প্রতি ইঙ্গিত করে। যেমন এভাবে বলতে পারেন যে, ‘আমার মনে হয় তার কাছে বিয়ে দেয়া ঠিক হবে না’, ‘আমার জানা মতে ছেলের চরিত্র ভালো নয়’ ইত্যাদি।
শায়েখ উমায়ের কোব্বাদী