হোম লোন নেয়া জায়েয আছে কি?

জিজ্ঞাসা–১৭৩: ব্যাংক থেকে home loan নেয়া যায় কি? Home loan না নিলে tax বেশি ধার্য করে এ ক্ষেত্রে কি করার?–Nazmul Hossain

জবাব: ব্যাংক থেকে home loan নেয়া যাবে না। কেননা সুদী ব্যাংকের যে কোনো লোনই সুদী লোন। যেমন কার লোন, হোম লোন, হাউজ লোন,ইনভেস্টমেন্ট লোন, সিসি লোন, কৃষি লোন ইত্যাদি। আর সুদ হারাম। ট্যাক্স বেশি দিতে হয়-এই অজুহাত কিংবা অন্য কোন অজুহাত এ ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়; বরং হারাম থেকে যেকোনোভাবে দূরে থাকা একজন মুমিনের ঈমানি-দায়িত্ব। আল্লাহ তাআলা বলেন-
الَّذِينَ يَأْكُلُونَ الرِّبَا لاَ يَقُومُونَ إِلاَّ كَمَا يَقُومُ الَّذِي يَتَخَبَّطُهُ الشَّيْطَانُ مِنَ الْمَسِّ ذَلِكَ بِأَنَّهُمْ قَالُواْ إِنَّمَا الْبَيْعُ مِثْلُ الرِّبَا وَأَحَلَّ اللّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا فَمَن جَاءهُ مَوْعِظَةٌ مِّن رَّبِّهِ فَانتَهَىَ فَلَهُ مَا سَلَفَ وَأَمْرُهُ إِلَى اللّهِ وَمَنْ عَادَ فَأُوْلَـئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ

যারা সুদ খায়, তারা কিয়ামতে দন্ডায়মান হবে, যেভাবে দন্ডায়মান হয় ওই ব্যক্তি, যাকে শয়তান আসর করে মোহাবিষ্ট করে দেয়। তাদের এ অবস্থার কারণ এই যে, তারা বলেছে, ক্রয়-বিক্রয়ও তো সুদ নেয়ারই মত! অথচ আল্লাহ তাআলা ক্রয়-বিক্রয় বৈধ করেছেন এবং সুদ হারাম করেছেন। অতঃপর যার কাছে তার পালনকর্তার পক্ষ থেকে উপদেশ এসেছে এবং সে বিরত হয়েছে, পূর্বে যা হয়ে গেছে, তা তার। তার ব্যাপার আল্লাহর উপর নির্ভরশীল। আর যারা পুনরায় সুদ নেয়, তারাই জাহান্নামে যাবে। তারা সেখানে চিরকাল অবস্থান করবে। (আল-বাকারা আয়াত : ২৭৫-২৭৮)

উল্লেখ্য, কোন ব্যংক যদি ইসলামী শরিয়াহ অনুযায়ী পরিচালিত হয় তাহলে সেই ব্যংকের সেবা নিতে পারবেন ।

والله اعلم بالصواب

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + seven =