জিজ্ঞাসা–১১৮০: খিমার-বোরকা দিয়ে পর্দা করা যাবে কি?–মো তৌফিকুর রহমান।
জবাব: বোরকা সম্পর্কে প্রথমে যা বুঝতে হবে তা হচ্ছে, এটি সৌন্দর্য প্রকাশের জন্য নয়; সৌন্দর্য আবৃত রাখার জন্য। দ্বিতীয়ত, আল্লাহ তাআলা মুমিন নারীদের আদেশ করেছেন তারা যেন কোনো প্রয়োজনে ঘর থেকে বের হওয়ার সময় মাথা থেকে চাদর টেনে সম্পূর্ণ মুখমন্ডল আবৃত করে। কেননা, আল্লাহ্ বলেছেন,
وَلَا يُبۡدِينَ زِينَتَهُنَّ
তারা যেন তাদের সজ্জা প্রকাশ না করে। (সূরা আন-নূর ৩১)
অন্যত্র বলেছেন,
وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى
আর মূর্খতা যুগের অনুরূপ নিজেদেরকে প্রদর্শন করবে না। (সূরা আহযাব ৩৩)
অন্যত্র বলেছেন,
يُدۡنِينَ عَلَيۡهِنَّ مِن جَلَٰبِيبِهِنَّۚ
তারা যেন তাদের জিলবাবের কিয়দংশ নিজেদের ওপর টেনে দেয়। (সূরা আল-আহযাব: ৫৯)
সুতরাং খিমার-বোরকা হোক কিংবা অন্য বোরকা হোক; এমন বোরকা ব্যবহার করতে হবে, যা উক্ত উদ্দেশ্য পূরণ করে। আর যদি কোনো বোরকা দ্বারা উক্ত উদ্দেশ্য পূরণ না হয় তাহলে সেটা দ্বারা পর্দার বিধান পালন হবে না।
বিস্তারিত দেখুন জিজ্ঞাসা নং–৩১৭
শায়েখ উমায়ের কোব্বাদী