সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরুষের খালি গায়ের ছবি শেয়ার করা

জিজ্ঞাসা–১২৩১: আসসালামু আলাইকুম। ছেলেদের বুকের পশম কোন বেগানা নারী বা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখানো কি জায়েজ আছে? যেমন ধরেন, মহিলাদের সামনে খালি গায়ে হেঁটে যাওয়া, বুকের পশম বের করে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমু, টুইটার ইত্যাদি) ছবি শেয়ার করা।–MD. ROBIUL ISLAM

জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته

এভাবে খালি বুক পরনারীর সামনে প্রদর্শন করা এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শেয়ার করা জায়েয নেই। কেননা, বিষয়টিকে প্রত্যেক সুস্থ বিবেকমান মুমিনই মন্দ ও নিন্দার চোখেই দেখে থাকে। আর হাদিসে আছে,

ما رأى المسلمونَ حسنًا فهوَ عندَ اللهِ حَسَنٌ وما رَأَوا سيِّئًا فهو عندَ اللهِ سيئٌ

মুসলিমরা (ঈমানি বিবেক নিয়ে) যে জিনিস ভালো চোখে দেখে তা আল্লাহর কাছে ভালো। আর মুসলিমরা যে জিনিস মন্দ চোখে দেখে সেটা আল্লাহর কাছে মন্দ। ( মুসনাদে আহমাদ ৫/২১১)

তাছাড়া প্রাণীর ছবি প্রয়োজন ছাড়া তোলা, সংরক্ষণ করা, প্রকাশ করা, ব্যবহার করা হারাম। আর একজন সচেতন মুসলিম মানেই এটা বুঝতে পারার কথা যে, ইন্টারনেটে বিশেষ করে ফেসবুকে এ জাতীয় ছবি আপলোড করার মাঝে কোন জরুরাত কিংবা বেনেফিশিয়াল কিছু নেই। যা আছে তা হল ফিতনা। রাসুলুল্লাহ বলেছেন,

كُلُّ مُصَوِّرٍ فِي النَّارِ يُجْعَلُ لَهُ بِكُلِّ صُورَةٍ صَوَّرَهَا نَفْسٌ فَيُعَذِِّبُهُ فِي جَهَنَّمَ

প্রত্যেক ছবিনির্মাতা জাহান্নামে যাবে, তার নির্মিত প্রতিটি ছবি পরিবর্তে একটি করে প্রাণ সৃষ্টি করা হবে, যা তাকে জাহান্নামে শাস্তি দিতে থাকবে। (বুখারী ২২২৫, ৫৯৬৩, মুসলিম ৫৬৬২)

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − 7 =