জিজ্ঞাসা–১২৯৩: আসসালামুয়ালাইকুম। হুজুর, আমার এক ফুপিকে তার স্বামী বললো যে, তুমি যদি তোমার ভাইয়ের বাড়িতে যাও তাহলে তোমাকে এক তালাক আর যদি তোমার ভাইয়ের সাথে কথা বলো তাহলে আরেক তালাক… এক্ষেত্রে করণীয় কি…?–H.M Hamidullah
জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته
শর্ত সাপেক্ষে তালাকের বিধান হল, যদি তালাককে কোনো শর্তের সাথে যুক্ত করে, তাহলে শর্ত পাওয়ার পরেই তালাক পতিত হয়। আর শর্ত পাওয়া না গেলে তালাক হয় না। (আদ্দুররুল মুখতার ৩/৩৪৪ আলবাহরুররায়েক ৪/৫ আলফাতাওয়াল হিন্দিয়া ১/৪২০ ফাতাওয়া মাহমুদিয়া ১৩/১০৭)
সুতরাং প্রশ্নেল্লেখিত কথা দ্বারা যদিও সঙ্গে সঙ্গে তালাক পতিত হয় না, তবে আপনার ফুফু তার ভাইয়ের বাড়িতে গেলে কিংবা তার সঙ্গে কথা বললে তার উপর তালাক পতিত হয়ে যাবে।
উল্লেখ্য, ঝগড়া লাগলেই তালাক শব্দ উচ্চারণ করার প্রবণতা অবিবেচক মানুষের কাজ। তাই প্রতিটি বিবেচক স্বামীর দায়িত্ব হল, তালাকের শব্দ কিংবা এর সমার্থক কোনো শব্দ মুখে উচ্চারণ করা থেকে সতর্কতার সাথে বিরত থাকা। কেননা, তালাকের পরিণতি খুবই ভয়াবহ হয়। কথায় কথায় তালাক শব্দ উচ্চারণ করা মানে আল্লাহর কিতাবের সঙ্গে তামাশা করা। (নাসাঈ ৩৪০১)
শায়েখ উমায়ের কোব্বাদী