ফরজ গোসল না করে ভুলে নামাজ আদায় করে ফেললে কী করণীয়?

জিজ্ঞাসা–২৫০: ফরজ গোসল না করে ভুলে নামাজ আদায় করে ফেললে কী করণীয়?— মোঃ লিয়াকত আলী।

জবাব: ওই নামায পুণরায় পড়ে নিতে হবে। কেননা,পবিত্রতা ছাড়া নামায হয় না। হাদীস শরীফে এসেছে,

عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: لَا يَقْبَلُ اللَّهُ صَلَاةً إِلَّا بِطُهُورٍ

আব্দুল্লাহ বিন ওমর রাযি. থেকে বর্ণিত, রাসূল ﷺ ইরশাদ করেছেন, পবিত্রতা ছাড়া নামায গ্রহণযোগ্য হয় না। (সুনানে ইবনে মাজাহ ২৭২ সহীহ ইবনে খুজাইমা ৯ সহীহ ইবনে হিব্বান ৩৩৬৬)

والله اعلم بالصواب

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 9 =