জিজ্ঞাসা–১৩৯৪: বিকাশ বা নগদে বিভিন্ন পণ্য কিনলে যে ক্যাশব্যাক দেয়া হয় সেটা কি হালাল?–নাম প্রকাশে অনিচ্ছুক
জবাব: উক্ত ক্যশব্যাক কোম্পানির পক্ষ থেকে ক্রেতার জন্য একপ্রকার উপহার। সুতরাং উক্ত ক্যাশব্যাক গ্রহণ করা যাবে।
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাযি. হতে সহীহ সূত্রে বর্ণিত হয়েছে যে,
أنه سئل عمن له جار يأكل الربا ، ويدعوه إلى طعامه؟ فقال : أجيبوه ؛ فإنما المهنأ لكم ، والوزر عليه
তাঁকে জিজ্ঞেস করা হল, সুদ খায় এমন প্রতিবেশী যদি দাওয়াত দিলে তাতে অংশ গ্রহণ করা যাবে কি না? তিনি বলেন, দাওয়াতে অংশ গ্রহণ কর। এটা তোমাদের জন্য স্বাচ্ছন্দে গ্রহণীয় জিনিস। গুনাহ তার উপর বর্তাবে। (জামেউল উলুম ওয়াল হেকাম ৭১)
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী