জিজ্ঞাসা–১৪৫৪: রোজা অবস্থায় অনিচ্ছাকৃত মশা মাছি বা উড়ন্ত কোনো পোকা গলার ভেতরে ঢুকে গেলে রোজা নষ্ট হয়ে যায় কি?–সাইফুল ইসলাম।
জবাব: রোজা অবস্থায় অনিচ্ছাকৃত গলার ভেতর মশা, মাছি কিংবা এজাতীয় কোনো পোকা ঢুকে গেলে রোজা নষ্ট হয় না। মুজাহিদ রহ. হযরত ইবনে আব্বাস রাযি. থেকে বর্ণনা করেন, তিনি বলেন,
الرّجُلِ يَدْخُلُ حَلْقَهُ الذّبَابُ، قَالَ: لَا يُفْطِرُ.
কারো গলার ভেতর মাছি প্রবেশ করলে রোজা ভাঙে না। (মুসান্নাফে ইবনে আবী শাইবা ৯৮৮৬)
والله أعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী