জিজ্ঞাসা–১৫০৫: আসসালামু আলাইকুম। প্রিয় শায়েখ! ভাঙ্গা গ্লাস, ভাঙ্গা প্লেট, ভাঙ্গা আয়না ব্যবহারে ইসলামে কি কোনো বিধি-নিষেধ আছে?–নাম প্রকাশে অনিচ্ছুক।
জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته
ভাঙ্গা গ্লাস, প্লেট, আয়না ইত্যাদি ব্যবহার করা নিষেধ নয়। তবে পাত্রের ভাঙ্গা স্থানে মুখ দিয়ে খাবার গ্রহণ করা বা পান করা নিষেধ। কেননা, হাদিস শরিফে এসেছে, আবু সাঈদ আল-খুদরী রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন,
نَهَى عنِ الشربِ من ثُلْمَةِ القَدَحِ، وأنْ يَنْفُخَ في الشرابِ
রাসূলুল্লাহ ﷺ নিষেধ করেছেন পাত্রের ভাঙ্গা স্থান দিয়ে পানি পান করতে এবং পানির মধ্যে ফুঁ দিতে। (আল জামি’ আসসাগীর ৯৩৪২)
উল্লেখ্য, ‘ভাঙ্গা পাত্রে পানাহার করলে আয়ু কমে যায় বা ঘরে অকল্যাণ নেমে আসে’ এবং ‘ভাঙ্গা আয়নায় মুখ দেখা অশুভ। এতে চেহারা নষ্ট হয়ে যায়’– এ জাতীয় কথাবার্তা কুসংস্কার বৈ কিছু নয়। ইসলামের সাথে এগুলোর কোন সম্পর্ক নাই। সুতরাং এ জাতীয় কুসংস্কারে বিশ্বাস রাখা হারাম।
শায়েখ উমায়ের কোব্বাদী