জিজ্ঞাসা–২৭২: মানুষের নফ্ছ কয় প্রকার ও কি কি? কোন নফ্ছ দ্বারা মানুষ খারাপ ও ভালো কাজ করে? কোরআন-হাদিস এর দলিল সহ জানতে চাই।–sabbir
জবাব: প্রিয় প্রশ্নকারী ভাই, মূলত মানুষের নফস একটাই ৷ পবিত্র কোরআনে যার তিনটি রূপ উল্লেখ করা হয়েছে–বিভিন্ন সময়ে তা বিভিন্ন রঙ্গে রঙ্গীন হয় ৷ আর এটাকেই বলা হয় নফস তিন প্রকার। যথাক্রমে–
১) যে ‘নফস’ মানুষকে মন্দ কাজে প্ররোচিত করে। এটির নাম ‘নফসে আম্মারা’ ( نفس أمارة )। আল্লাহ তায়ালা বলেন, إِنَّ النَّفْسَ لأَمَّارَةٌ بِالسُّوءِ إِلاَّ مَا رَحِمَ رَبِّيَ إِنَّ رَبِّي غَفُورٌ رَّحِيمٌ নিশ্চয় মানুষের ‘নফস’ মন্দ-কর্মপ্রবণ কিন্তু সে নয়-আমার পালনকর্তা যার প্রতি অনুগ্রহ করেন। নিশ্চয় আমার পালনকর্তা ক্ষমাশীল, দয়ালু। (সূরা ইউসুফ ৫৩)
৩) যে ‘নফস’ সঠিক পথে চললে এবং ভুল ও অন্যায়ের পথ পরিত্যাগ করলে তৃপ্তি ও প্রশান্তি অনুভব করে তাকে বলে ‘নফসে মুতমাইন্নাহ’( نفس مطمئنة)। আল্লাহ তায়ালা বলেন,
শায়েখ উমায়ের কোব্বাদী
Alhamdolillah vai