এক টাকা দেনমোহরে বিয়ে হবে কি?

জিজ্ঞাসা–১৬০৭: বর্তমানে দেখা যায়, অনেকে এক টাকা দেনমোহর ধরা হয়। এতে বিয়ে হয় কিনা? না হলে করণীয় কী? জানালে কৃতজ্ঞ হব।–আশিক শাহরিয়ার।

জবাব: মহরের সর্বনিম্ন পরিমাণ হল, দশ দিরহাম। এক দিরহামের ওজন হল ৩.০৬১৮ গ্রাম।  সুতরাং দেশীয় মাপ হিসাবে দশ দিরহাম মানে দুই ভরি সাড়ে সাত মাশা বা ৩০.৬১৮ গ্রাম রূপা। এ পরিমাণ রূপার মূল্যের চেয়ে কম মহর ধার্য করা জায়েয হবে না। তবে সর্বনিম্ন পরিমাণের চেয়ে কম মহর ধার্য করা নাজায়েয হলেও বিয়ে সহীহ হয়ে যায়। তখন এক্ষেত্রে স্বামীর উপর সর্বনিম্ন মহরই দেওয়া জরুরি হয়। সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে স্বামীর উপর দশ দিরহামের মূল্য আদায় করা জরুরি হবে। (ফাতাওয়া হিন্দিয়া ১/৩০৩ ফাতাওয়া তাতারখানিয়া ১/৩৭৫ আলবাহরুর রায়েক ৩/১৪৩ আদ্দুররুল মুখতার ৩/১০২)

والله أعلم بالصواب