জিজ্ঞাসা–১৬২১: হুজুর, এবারের ঈদুল আযহায় আপনাকে দেখেছি, আপনি যখন খুতবা দিচ্ছিলেন এবং মাঝে মঝে তাকবীরে তাশরীক বলছিলেন তখন লোকজন আপনার সঙ্গে সঙ্গে তাকবীরে তাশরীক বলছিল। আর আপনি তখন সবাইকে চুপ করিয়ে দিয়ে মনোযোগসহ খুতবা শোনার জন্য বললেন। এরকম ব্যাপার জীবনে প্রথম দেখলাম। সবখানেই তো সবাই মিলে তাকবীরগুলো বলে। আসলে কোনটা সঠিক? দয়া করে দলিলসহ জানাবেন।–মাঈনুল ইসলাম।
জবাব: জুমআ’ কিংবা ঈদের খুতবা চলাকালীন চুপ থেকে খুতবা শোনা ওয়াজিব। এ সময় সকল প্রকার কথাবার্তা ও কাজকর্ম নাজায়েয। ইবনু আব্দিল বার রহ. বলেন,
لا خلاف بين فقهاء الأمصار في وجوب الإنصات للخطبة على من سمعها
ফিকাহবিদদের মাঝে এ ব্যাপারে কোন মতভেদ নেই যে, যে ব্যক্তির কানে খুতবার শব্দ পৌঁছে তার উপর চুপ থাকা ওয়াজিব।(আল-ইসতিযকার ৫/৪৩)
হাদীস শরীফে আছে, আবদুল্লাহ ইবনে আববাস রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, চার ক্ষেত্রে চুপ থাকা ওয়াজিব : জুমআ, ঈদুল ফিতর, ঈদুল আযহা ও সালাতুল ইসতিসকার (খুতবার) সময়। (মুসান্নাফ আবদুর রাযযাক ৩/২৮২ মুসান্নাফ ইবনে আবী শাইবা ৪/২১১)