জিজ্ঞাসা–২৯৮: কোনো মেয়ের যদি হাফেজ-আলেমের সাথে সমন্ধ ঠিক হয় কিন্তু ছেলের চেহারা দেখে মনে না ধরে তাহলে কি মেয়েটি বিয়েতে নারাজ হতে পারে বা এতে কি গুনাহের সম্ভাবনা আছে?–আলিশা তাউফাজ।
জবাব: না। গুনাহ হবে না। কেননা, বর-কনে একে অপরকে পছন্দ করা শরীআত অনুমোদিত একটি প্রয়োজন। এই প্রয়োজন ইসলামে স্বীকৃত। এজন্য ইসলাম কেবলমাত্র বিয়ে করার উদ্দেশ্যেই বর-কনে একে অপরকে দেখার অনুমতি দিয়েছে। এর দলীল হচ্ছে-রাসূলুল্লাহ ﷺ এর বাণী-
لا تُنْكَحُ الأَيِّمُ ( وهي التي فارقت زوجها بموت أو طلاق ) حَتَّى تُسْتَأْمَرَ ( أي يُطلب الأمر منها فلا بدّ من تصريحها ) وَلَا تُنْكَحُ الْبِكْرُ حَتَّى تُسْتَأْذَنَ ( أي حتى توافق بكلام أو سكوت ) قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَكَيْفَ إِذْنُهَا ( أي لأنها تستحيي ) قَالَ أَنْ تَسْكُتَ
স্বামীহারা নারীকে (বিধবা অথবা তালাকপ্রাপ্তা) তার সিদ্ধান্ত জানা ছাড়া (অর্থাৎ সিদ্ধান্ত তার কাছ থেকে চাওয়া হবে এবং তাকে পরিষ্কারভাবে বলতে হবে) বিয়ে দেয়া যাবে না এবং কুমারী মেয়েকে তার সম্মতি ছাড়া (কথার মাধ্যমে অথবা চুপ থাকার মাধ্যমে) বিয়ে দেয়া যাবে না। লোকেরা জিজ্ঞেস করল,ইয়া রাসুলুল্লাহ ﷺ ! কেমন করে তার সম্মতি জানব? (যেহেতু সে লজ্জা করবে)। রাসূলুল্লাহ ﷺ বললেন, চুপ করে থাকাটাই তার সম্মতি। (সহীহ বুখারী ৪৭৪১)
তবে বিয়ের ক্ষেত্রে সৎ ও দ্বীনদার পাত্র নির্বাচন করা কর্তব্য। এ ক্ষেত্রে কোনরূপ ছাড় দেয়া জায়েয নয়। কেননা, রাসূলুল্লাহ ﷺ ছেলেকে যেমন দ্বীনদার মেয়ে পছন্দ করার নির্দেশ দিয়েছেন ঠিক তেমনি মেয়েকে ও মেয়ের পরিবারকে দ্বীনদার ছেলে পছন্দ করার নির্দেশ দিয়েছেন। আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত এক হাদীসে রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
إِذَا خَطَبَ إِلَيْكُمْ مَنْ تَرْضَوْنَ دِينَهُ وَخُلُقَهُ فَزَوِّجُوهُ ، إِلَّا تَفْعَلُوا تَكُنْ فِتْنَةٌ فِي الْأَرْضِ وَفَسَادٌ عَرِيضٌ
“তোমরা যে ছেলের দ্বীনাদারি ও চরিত্রের ব্যাপারে সন্তুষ্ট হতে পার সে যদি প্রস্তাব দেয় তাহলে তার কাছে বিয়ে দাও। যদি তা না কর তাহলে পৃথিবীতে মহা ফেতনা-ফাসাদ সৃষ্টি হবে।” (জামে’ তিরমিযী ১০৮৪)
শায়েখ উমায়ের কোব্বাদী
আরো পড়ুন: গোপন বিয়ে বাবা-মা মেনে নিচ্ছেন না; কী করব?
আরো পড়ুন: অভিভাবক ছাড়া বিবাহ কি শুদ্ধ হয়?
আরো পড়ুন: প্রেম করা জায়েয আছে কিনা?
আরো পড়ুন: মোহর: স্ত্রী মাফ করে দিলে মাফ হয় কিনা?
আরো পড়ুন: তিনবার কবুল না বললে কি বিবাহ হবে না?
আরো পড়ুন: অভিবাবককে না জানিয়ে গোপনে বিয়ে করা যাবে কিনা?
আরো পড়ুন: পিতা-মাতার অজান্তে বিয়ে করা
আরো পড়ুন: বিয়ের আগে প্রেম করা যায় কিনা?
আরো পড়ুন: কাজীর ন্যূনতম যোগ্যতা কতটুকু থাকতে হবে?