জিজ্ঞাসা–১৬৮০: মেয়েরা আর্টিফিশিয়াল চুলের খোপা ব্যবহার করতে পারবে কি?–আব্দুশ শাকুর।
জবাব: কৃত্রিম চুল অথবা কোনো পশুর (শূকর ছাড়া) পশম পরচুলা হিসাবে ব্যবহার করা জায়েয হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন-
لَا بَأْسَ بِالْوِصَالِ إِذَا كَانَ صُوفًا
পশম দিয়ে তৈরি পরচুলা ব্যবহার করতে সমস্যা নেই। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ২৫৭৪৩)
তবে কোনো মানুষের চুল পরচুলা হিসাবেও ব্যবহার করা বৈধ নয়। হাদীস শরীফে এ ব্যাপারে কঠিন হুঁশিয়ারি এসেছে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন-
لَعَنَ اللهُ الوَاصِلَةَ وَالمُسْتَوْصِلَة
আল্লাহ তাআলা লানত করেন ঐ নারীর প্রতি, যে (অন্য নারীকে) চুল লাগিয়ে দেয় এবং যে নারী নিজেও চুল লাগায়। (সহীহ বুখারী, হাদীস ৫৯৩৩)
والله أعلم بالصواب
উত্তর দিয়েছেন