মাগরিবের নামাজ ভুলে চার রাকাত আদায় করলে কী করণীয়?

জিজ্ঞাসা–৩৩৭: মাগরিবের নামাজ যদি কেউ ভুলে চার রাকাআত আদায় করে তাহলে কি করণীয়? জানালে উপকৃত হব। –আব্দুর রহমান সেরনায়বাত

জবাব: যদি কেউ মাগরিবের নামাজ ভুলে চার রাকাত আদায় করে তাহলে সে পুনরায় মাগরিবের নামাজ আদায় করে নিবে এবং উক্ত চার রাকাত নফল হিসেবে গণ্য হবে।

عن عامر في رجل صلى المغرب أربعا قال يعيد الصلاة

যে ব্যক্তি মাগরিবের নামাজ ভুলে চার রাকাত আদায় করেছে, তার সম্পর্কে আমের রহ. বলেন, সে নামাজ পুনরায় আদায় করে নিবে। (মুসান্নাফ ইবন আবী শাইবা ২/৯৭৭)

الله اعلم بالصواب

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − three =