জিজ্ঞাসা–১৭১২: শায়েখ, পিডিএফ পড়ার বিধান কি? অনলাইনে অনেক ইসলামি বইয়ের পিডিএফ পাওয়া যায়, বেশিরভাগ লেখক/অনুবাদকের অনুমতি নেওয়া নেই। এই পিডিএফগুলো পড়া কি জায়েজ হবে?–সাব্বির হুসাইন।
জবাব: এ বিষয়ে ড. সালিহ আল মুনাজ্জিদ বলেন,
لا حرج في الاستفادة من الكتب المجانية الموجودة على الإنترنت ، بقراءتها أو حفظها أو طباعة ما تحتاجين منها ؛ لأنها لم توضع على الشبكة إلا لذلك
ইন্টারনেটে যে সকল ফ্রী বই পাওয়া যায় সেগুলো পড়া, সংরক্ষণ করা অথবা প্রয়োজন অনুপাতে ছাপার মাধ্যমে উপকৃত হওয়া নিষেধ নয়। কেননা, এগলো ইন্টারনেটে এই উদ্দেশ্যেই রাখা হয়। (https://islamqa.info/ar/answers/116782)
তবে আমাদের কাছে মনে হয়, লেখক, প্রকাশক ও মালিক যদি এ বিষয়ের সন্তুষ্ট না থাকেন তাহলে এ পিডিএফ থেকে উপকৃত না হওয়া তাকওয়ার দাবী। শরীয়তের ওপর যথাযথ আমল করতে চাইলে এরূপ না করাই ভালো।
والله أعلم بالصواب
উত্তর দিয়েছেন